জঙ্গলের আনন্দ: হাতির জন্য বিশেষ ব্যবস্থা

কষ্টেসৃষ্টে দিন কাটানো নয়। জঙ্গলেই মনের আনন্দে  ঘুরে বেড়ানো। থাকছে ঢালাও খাবারের ব্যবস্থা। এবার সে দিকেই মন দিচ্ছে বনদফতর।  জঙ্গলেই তৈরি হচ্ছে হাতির মনপসন্দ খাবারের ব্যবস্থা। শুরু হয়ে গেছে কাজও। বাঁকুড়ার বিভিন্ন জঙ্গলে প্রায় সাতাশশো হেক্টর জমিতে লাগানো হচ্ছে হাতির পছন্দের ছাব্বিশ ধরনের গাছপালা।

Updated By: Oct 15, 2014, 08:50 PM IST
জঙ্গলের আনন্দ: হাতির জন্য বিশেষ ব্যবস্থা

ওয়েবডেস্ক: কষ্টেসৃষ্টে দিন কাটানো নয়। জঙ্গলেই মনের আনন্দে  ঘুরে বেড়ানো। থাকছে ঢালাও খাবারের ব্যবস্থা। এবার সে দিকেই মন দিচ্ছে বনদফতর।  জঙ্গলেই তৈরি হচ্ছে হাতির মনপসন্দ খাবারের ব্যবস্থা। শুরু হয়ে গেছে কাজও। বাঁকুড়ার বিভিন্ন জঙ্গলে প্রায় সাতাশশো হেক্টর জমিতে লাগানো হচ্ছে হাতির পছন্দের ছাব্বিশ ধরনের গাছপালা।

বনদফতর সূত্রের খবর বাঁকুড়া,পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ার জেলার সীমানায় খাবারের সন্ধানে প্রায়শই হানা দেয় হাতির দল। জঙ্গলে খাদ্যসঙ্কটের কারনেই দিন দিন বাড়ছে লোকালয়ে হাতির দৌরাত্ম্য।  হাতির হানায় ক্ষতি হচ্ছে ঘর,বাড়ি, ফসলের। ঘটছে প্রাণহানির ঘটনাও। পরিকল্পনা রুপায়নে বাঁকুড়া জেলার জন্য বরাদ্দ হয়েছে ষাট কোটি টাকা।  সমস্যা মোকাবিলায় আজ বাঁকুড়া জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকও করে বনদফতরের আধিকারিকরা।  বৈঠকে ছিলেন রাজ্যের মুখ্য বনপাল বিনোদ কুমার যাদব।

 

.