ফের রেলের গাফিলতিতে হাতির মৃত্যু আলিপুরদুয়ারে

ফের ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে। সোমবার রাত দুটো নাগাদ কালচিনি ও হাসিমারা স্টেশনের মাঝে একটি মিলিটারি স্পেশাল ট্রেন ধাক্কা মারে দুটি হাতিকে। ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি যাচ্ছিল।

Updated By: Jul 1, 2014, 11:43 AM IST

ফের ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে। সোমবার রাত দুটো নাগাদ কালচিনি ও হাসিমারা স্টেশনের মাঝে একটি মিলিটারি স্পেশাল ট্রেন ধাক্কা মারে দুটি হাতিকে। ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি যাচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছন বনদফতর ও রেলের আধিকারিকরা।

দুর্ঘটনার কারণে ক্লোজ করা হয়েছে ঘাতক ট্রেনের চালক এ শেখরকে। তাঁর বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। সেই সঙ্গে এক গেটম্যানের বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত শুরু করেছে রেলকর্তৃপক্ষ। দুর্ঘটনার জেরে রেললাইনের ব্যাপক ক্ষতি হওয়ায় আপাতত বন্ধ হয়ে গেছে ওই লাইনে ট্রেন চলাচল। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেন। নিউ কোচবিহার হয়ে ঘুর পথে আনা হচ্ছে বেশ কয়েকটি ট্রেনকে। চলছে লাইন মেরামতির কাজ। তবে হাতির মৃত্যুতে ফের প্রকাশ্যে রেলের গাফিলতিকে দায়ী করছেন স্থানীয় বাসিন্দারা।

.