চা বাগানে হাতির দল

শনিবার সকালে পশ্চিম ডুয়ার্সের মিনগ্লাস চাবাগানে ঢুকে পড়ে পঞ্চাশটি হাতির একটি দল। হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয়েছে চা বাগানের একাংশ। হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয় একটি ট্রাক। হাতির দল উপড়ে ফেলে চা গাছও। ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় চা বাগানের শ্রমিকদের মধ্যেও। চা বাগানে পৌঁছে হাতির পালকে জঙ্গলে পাঠানোর চেষ্টা করেন বন দফতরের কর্মীরা। কিন্তু হাতি দলটি চা বাগানের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাওয়ায় সমস্যা হচ্ছে। সেকারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ারও আশঙ্কা থাকছে।

English Title: 
Elefants in tea garden
Home Title: 

চা বাগানে হাতির দল

No
1228
Is Blog?: 
No
Section: