পশ্চিমবঙ্গের নির্বাচনের ইতিহাস

দেশ স্বাধীন হওয়ার পর পশ্চিমবাংলা প্রথম বিধানসভা নির্বাচন দেখেছিল ১৯৫২ সালে। বিপুল ভোটে জয় পেয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেস। বাংলার প্রথম মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন ডঃ বিধান চন্দ্র রায়। ১৯৫২ থেকে ১৯৬২, টানা ১০ বছর বাংলার সিংহাসন ছিল কংগ্রেসের দখলে। এরপর থেকে নানা সময় নানা বদল এসেছে বাংলার রাজনীতিতে। দেখে নিন শুরু থেকে ২০১১ পর্যন্ত বাংলার বিধানসভা নির্বাচনের ইতিহাস। 

Updated By: Apr 8, 2016, 09:26 PM IST

ওয়েব ডেস্ক: দেশ স্বাধীন হওয়ার পর পশ্চিমবাংলা প্রথম বিধানসভা নির্বাচন দেখেছিল ১৯৫২ সালে। বিপুল ভোটে জয় পেয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেস। বাংলার প্রথম মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন ডঃ বিধান চন্দ্র রায়। ১৯৫২ থেকে ১৯৬২, টানা ১০ বছর বাংলার সিংহাসন ছিল কংগ্রেসের দখলে। এরপর থেকে নানা সময় নানা বদল এসেছে বাংলার রাজনীতিতে। দেখে নিন শুরু থেকে ২০১১ পর্যন্ত বাংলার বিধানসভা নির্বাচনের ইতিহাস। 

বাংলার বিধানসভা নির্বাচনের ইতিহাস :-

ক্রম সংখ্যা সাল বিজয়ী দল মোট আসন প্রাপ্ত আসন মুখ্যমন্ত্রী
১ম ১৯৫২ কংগ্রেস ২৩৮ ১৫০ বিধান চন্দ্র রায়
২য় ১৯৫৭ কংগ্রেস ২৫২ ১৫২ বিধান চন্দ্র রায়
৩য় ১৯৬২ কংগ্রেস ২৫২ ১৫২ প্রফুল্ল চন্দ্র সেন
৪র্থ ১৯৬৭ যুক্ত ফ্রন্ট ২৮০ ১৩২ অজয় কুমার মুখার্জি
৫ম ১৯৬৯ যুক্ত ফ্রন্ট ২৮০   অজয় কুমার মুখার্জি
৬ষ্ঠ ১৯৭১ কংগ্রেস     প্রফুল্ল চন্দ্র ঘোষ
৭ম ১৯৭২ কংগ্রেস ২৮০ ২১৬ সিদ্ধার্থ শঙ্কর রায়
৮ম ১৯৭৭ বামফ্রন্ট ২৯৪ ১৭৮ জ্যোতি বসু
৯ম ১৯৮২ বামফ্রন্ট ২৯৪ ১৭৪ জ্যোতি বসু
১০ম ১৯৮৭ বামফ্রন্ট ২৯৪ ১৮৭ জ্যোতি বসু
১১তম ১৯৯১ বামফ্রন্ট ২৯৪ ১৮৯ জ্যোতি বসু
১২তম ১৯৯৬ বামফ্রন্ট ২৯৪ ১৫৭ জ্যোতি বসু
১৩তম ২০০১ বামফ্রন্ট ২৯৪ ১৪৩ বুদ্ধদেব ভট্টাচার্য
১৪তম ২০০৬ বামফ্রন্ট ২৯৪ ২১২ বুদ্ধদেব ভট্টাচার্য
১৫তম ২০১১ তৃণমূল কংগ্রেস ২৯৪ ১৮৪ মমতা বন্দ্যোপাধ্যায়

 

.