জলপাইগুড়িতে তৃণমূলের মিছিল আটকে দিল নির্বাচন কমিশন
তৃণমূল কংগ্রেসের বাইক মিছিল রুখে দিল নির্বাচন কমিশন। জলপাইগুড়ির কংগ্রেস পাড়ায় আজ বাইক মিছিল করার কথা ছিল তৃণমূলের। সেইমতো শুরু হয় তোড়জোড়। কিন্তু সেসময়ই হাজির হয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। বাইক মিছিলের অনুমতি পত্র দেখতে চাওয়া হয়।
Updated By: Apr 15, 2014, 08:23 PM IST
তৃণমূল কংগ্রেসের বাইক মিছিল রুখে দিল নির্বাচন কমিশন। জলপাইগুড়ির কংগ্রেস পাড়ায় আজ বাইক মিছিল করার কথা ছিল তৃণমূলের। সেইমতো শুরু হয় তোড়জোড়। কিন্তু সেসময়ই হাজির হয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। বাইক মিছিলের অনুমতি পত্র দেখতে চাওয়া হয়।
কিন্তু,অনুমতিপত্র দেখাতে পারেননি তৃণমূল কর্মীরা। কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় বাইক মিছিল নয় শুধু র্যালি করতে পারবে তারা। এরপরই বাইক মিছিলের পরিকল্পনা বাতিল করে পায়ে হেঁটে মিছিল করে তৃণমূল।