বনধে ডুয়ার্সের চা বাগান 'ঘুমিয়ে'

সাধারণ ধর্মঘটে কাজ বন্ধ থাকল ডুয়ার্সের বেশ কিছু চা-বাগানে। মাল মহকুমার ওয়াসাবাড়ি, গুডহোপ, কলাগাছি, নাগেশ্বরী, কিলকোট, বামনডাঙা চা-বাগানে সকাল থেকেই কাজে যোগ দেননি শ্রমিকেরা। তবে মাল মহকুমার অন্যান্য বেশিরভাগ চা-বাগানে কাজ শুরু হয়েছে। যদিও সেই সব চা-বাগানেও বামপন্থী শ্রমিক ইউনিয়নের সদস্যরা কাজে যোগ দেননি। ধর্মঘট আর লাগাতার বৃষ্টির জেরে কাজ শুরু হয়নি আলিপুরদুয়ারের বেশ কয়েকটি চা-বাগানে।

Updated By: Sep 2, 2015, 09:12 AM IST
বনধে ডুয়ার্সের চা বাগান 'ঘুমিয়ে'

ওয়েব ডেস্ক: সাধারণ ধর্মঘটে কাজ বন্ধ থাকল ডুয়ার্সের বেশ কিছু চা-বাগানে। মাল মহকুমার ওয়াসাবাড়ি, গুডহোপ, কলাগাছি, নাগেশ্বরী, কিলকোট, বামনডাঙা চা-বাগানে সকাল থেকেই কাজে যোগ দেননি শ্রমিকেরা। তবে মাল মহকুমার অন্যান্য বেশিরভাগ চা-বাগানে কাজ শুরু হয়েছে। যদিও সেই সব চা-বাগানেও বামপন্থী শ্রমিক ইউনিয়নের সদস্যরা কাজে যোগ দেননি। ধর্মঘট আর লাগাতার বৃষ্টির জেরে কাজ শুরু হয়নি আলিপুরদুয়ারের বেশ কয়েকটি চা-বাগানে।

এমনি দিনে ভোর থেকেই চা বাগানে চা শ্রমিকদের কাজের তৎপরতা থাকে চূড়ান্ত। বনধের সকালে চা বাগান প্রায় ফাকাই, ঘুম ভাঙেনি ডুয়ার্সের।

 

.