অবৈধ বালিখাদান অভিযানকে কেন্দ্র করে পুলিস আর প্রশাসনের মধ্যে দ্বন্দ্ব চরমে
কাটোয়ায় অবৈধ বালিখাদান অভিযানকে কেন্দ্র করে পুলিস আর প্রশাসনের মধ্যে দ্বন্দ্ব চরমে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌছেছে, জেলা প্রশাসন আর জেলা পুলিস একেবারে আড়াআড়ি বিভক্ত। পুলিসের বিরুদ্ধে কার্যত আন্দোলন ঘোষণা জেলার WBCS অফিসারদের।
ওয়েব ডেস্ক : কাটোয়ায় অবৈধ বালিখাদান অভিযানকে কেন্দ্র করে পুলিস আর প্রশাসনের মধ্যে দ্বন্দ্ব চরমে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌছেছে, জেলা প্রশাসন আর জেলা পুলিস একেবারে আড়াআড়ি বিভক্ত। পুলিসের বিরুদ্ধে কার্যত আন্দোলন ঘোষণা জেলার WBCS অফিসারদের।
আরও পড়ুন- শিলিগুড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ নতুন ২০০০ টাকার নোট, গ্রেফতার ৫
আজ জেলাশাসকের কাছে ডেপুটেশন দেয় WBCS এগজিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন। জেলা আমলাদের একাংশের অভিযোগ, কেতুগ্রাম থানার IC আবু সেলিম সহ কয়েকজন পুলিস অফিসার আমলাদের হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছেন। অবিলম্বে ওই সব পুলিস অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন আমলারা। আজ এবিষয়ে WBCS এগজিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশনের পঞ্চাশজন অফিসার একটি বৈঠকও করেন।