ভূমিকম্পের জেরে আতঙ্ক রাজ্যজুড়ে, মৃত ১, নবান্নে রাস্তায় নেমে এলেন মন্ত্রীরা
ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়াল রাজ্যেজুড়ে। ঘর ছেড়ে দৌড়ে বের হতে গিয়ে মুর্শিদাবাবাদে মৃত্যু হল এক মহিলার। শিলিগুড়ি হাসপাতালে ১১ জনকে ভর্তি করা হয়েছে। মাটিগাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন ছজন। এদের অধিকাংশই প্যানিক অ্যাটাকে আক্রান্ত।
ওয়েব ডেস্ক: ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়াল রাজ্যেজুড়ে। ঘর ছেড়ে দৌড়ে বের হতে গিয়ে মুর্শিদাবাবাদে মৃত্যু হল এক মহিলার। শিলিগুড়ি হাসপাতালে ১১ জনকে ভর্তি করা হয়েছে। মাটিগাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন ছজন। এদের অধিকাংশই প্যানিক অ্যাটাকে আক্রান্ত।
ফের ভূমিকম্প। ২৫ এপ্রিলের বিধ্বংসী ভূমিকম্পের স্মৃতি এখনও মন থেকে মোছেনি।
তাড়াহুড়ো করে বাড়ি থেকে বের হতে গিয়ে মুর্শিদাবাদের সুতির সরলা গ্রামে মৃত্যু হল এক মহিলার। মৃতের নাম দুখীনি মণ্ডল।
----
আতঙ্কে কেঁপে উঠল শিলিগুড়িও।
ছুটি দিয়ে দেওয়া হল স্কুল গুলিতে।
শিলিগুড়ি কলেজে খোলা আকাশের নিচে বসেই হল পরীক্ষা।
ভূমিকম্পে আহতদের মাটিগাড়া এবং শিলিগুড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
--
দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের সাইরাপুর হাই স্কুলে রেলিং ভেঙে আহত ১২ ছাত্র। ভূমিকম্পের সময় তাড়াহুড়ো করে বের হতে গেলে বিপত্তি ঘটে।
---
এরই ভাবে ২০জন আহত হয়েছে মালদার রতুয়ার বৈদ্যনাথপুর হাইস্কুলে। জখম ছাত্রছাত্রীদের সামসি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানিকচক ব্লকের এনডি মাদ্রাসাতেও ভূমিকম্পের হুড়োহুড়ির সময় পদপিষ্ট হয়ে আহত হন চার জন।
---
রাজ্যের বিভিন্ন এলাকায় আজ ভূমিকম্পের পর স্কুল গুড়ি ছুটি দিয়ে দেওয়া হয়। ঘর ছেড়ে বাইরে চলে আসেন মানুষ।
বহু বাড়িতে ফাটল দেখা দিয়েছে।
---
ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়ায় রাজ্যের সচিবালয় নবান্নে। রাস্তায় নেমে আসেন মন্ত্রীরাও।