মত্স্যজীবীদের জন্য দেশের প্রথম হ্যাম রেডিও বসছে দিঘায়

দেশের মধ্যে প্রথম মত্স্যজীবীদের জন্য হ্যাম রেডিওর ব্যবস্থা হল। দিঘা মোহনায় সেমিনার করে দেওয়া হল প্রশিক্ষণ। গভীর সমুদ্রে যেখানে ওয়্যারলেস বা রেডিও কাজ করে না, সেখানে হাওয়া বার্তা পৌছে দেওয়া যাবে হ্যাম রেডিও-র মাধ্যমে।  

Updated By: Dec 14, 2014, 01:12 PM IST
মত্স্যজীবীদের জন্য দেশের প্রথম  হ্যাম রেডিও বসছে দিঘায়

মেদিনীপুর: দেশের মধ্যে প্রথম মত্স্যজীবীদের জন্য হ্যাম রেডিওর ব্যবস্থা হল। দিঘা মোহনায় সেমিনার করে দেওয়া হল প্রশিক্ষণ। গভীর সমুদ্রে যেখানে ওয়্যারলেস বা রেডিও কাজ করে না, সেখানে হাওয়া বার্তা পৌছে দেওয়া যাবে হ্যাম রেডিও-র মাধ্যমে।  

ওয়ারল্যেস আর রেডিওর ব্যবস্থা আছে। কিন্তু অনেক ক্ষেত্রেই মাঝ সমুদ্রে তা কাজ করে না। ফলে আবহাওয়ার খবরও পৌছনো সম্ভব হয় না। ঘূর্ণিঝড়ের আগেও বিপদসঙ্কেত না পেয়ে ফিরে আসতে পারেন না মত্স্যজীবীরা। তাই এবার হ্যাম রেডিওর ব্যবস্থা।

শুক্রবার দিঘা মোহনায় হ্যাম রেডিও ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হল মত্স্যজীবীদের।

 

.