পাহাড়ে পুলিসি হেনস্থার মুখে সাংবাদিকরা
মোর্চা নেতাদের খোঁজে গিয়ে সাংবাদিকদের হেনস্থা করল পুলিস। রাতে দার্জিলিয়ের হোটেলে তল্লাশি চালায় পুলিস। অতিরিক্ত এসপি-র নেতৃত্বে চলে তল্লাশি। রাতে সাংবাদিকদের ঘরে ঢুকে পড়ে তাঁরা। চলে জিজ্ঞাসাবাদ। জেরা করা হয় হোটেল কতৃপক্ষকেও।ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছে রাজনৈতিক মহল। সিপিআইএম নেতা জীবেশ সরকার বলেন, "ঘটনাটি অগণতান্ত্রিক। পাহড়ের শান্তি বজায় রাখতে রাজ্য সরকার ব্যবস্থা নিক।" সর্বদলীয় বৈঠকের পক্ষে সায় জানিয়েছেন এই সিপিআইএম নেতা।
মোর্চা নেতাদের খোঁজে গিয়ে সাংবাদিকদের হেনস্থা করল পুলিস। রাতে দার্জিলিয়ের হোটেলে তল্লাশি চালায় পুলিস। অতিরিক্ত এসপি-র নেতৃত্বে চলে তল্লাশি। রাতে সাংবাদিকদের ঘরে ঢুকে পড়ে তাঁরা। চলে জিজ্ঞাসাবাদ। জেরা করা হয় হোটেল কতৃপক্ষকেও।
ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছে রাজনৈতিক মহল। সিপিআইএম নেতা জীবেশ সরকার বলেন, "ঘটনাটি অগণতান্ত্রিক। পাহড়ের শান্তি বজায় রাখতে রাজ্য সরকার ব্যবস্থা নিক।" সর্বদলীয় বৈঠকের পক্ষে সায় জানিয়েছেন এই সিপিআইএম নেতা।
কংগ্রেস নেতা আব্দুল মান্নান, ``পাহাড় নিয়ে মুখ্যমন্ত্রী তুঘলগি কাণ্ড করছেন। অবিলম্বে সর্বদলীয় বৈঠক ডাকা উচিত।"