ডেঙ্গি কামড় বসাচ্ছে বিস্তীর্ণ বাঁকুড়ায়

বাঁকুড়া শহরের নাকের ডগায় জগদল্লা গ্রামে ক্রমশ ছড়িয়ে পড়ছে ডেঙ্গি। ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন। অনেকেই ভর্তি রয়েছেন বাঁকুড়া সম্মেলনি মেডিক্যাল কলেজ হাসপাতালে। এভাবে ডেঙ্গি ছড়িয়ে পড়ায় স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছেন গ্রামের বাসিন্দারা।

Updated By: Oct 19, 2012, 04:43 PM IST

বাঁকুড়া শহরের নাকের ডগায় জগদল্লা গ্রামে ক্রমশ ছড়িয়ে পড়ছে ডেঙ্গি। ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন। অনেকেই ভর্তি রয়েছেন বাঁকুড়া সম্মেলনি মেডিক্যাল কলেজ হাসপাতালে। এভাবে ডেঙ্গি ছড়িয়ে পড়ায় স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছেন গ্রামের বাসিন্দারা।
মাস খানেক ধরে ডেঙ্গি থাবা বসাচ্ছে জগদল্লা গ্রামের লোহার পাড়া ও তন্তুবায় পাড়ায়। গ্রামের বেশ কয়েকজনের এনএস ওয়ান অ্যান্টিজেন পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়েছে। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে অনেকেই ভর্তি রয়েছেন বাঁকুড়া সম্মিলনি মেডিক্যাল কলেজ হাসপাতালে। স্থানীয় পঞ্চায়েত থেকে  জেলা স্বাস্থ্য দফতর, সর্বস্তরে জানানোর পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের।
  
পঞ্চায়েতের স্থানীয় পঞ্চায়েত প্রধানের অভিযোগ, জেলা প্রশাসন, স্বাস্থ্য দফতর এমনকি পার্শ্ববর্তী বাঁকুড়া পৌরসভার কাছে রক্ত পরীক্ষা, মশা মারার তেল ও মেডিক্যাল টিম পাঠানোর আর্জি জানিয়েও কোনও লাভ হয়নি।
 
এবিষয়ে মুখ খুলতে চায়নি জেলা স্বাস্থ্য দফতর। আক্রান্ত এলাকায় গরীব মানুষের সংখ্যা বেশি। ফলে সরকারি সাহায্য ছাড়া রক্তপরীক্ষা, প্রয়োজনীয় ওষুধপত্র কেনাও দুষ্কর হয়ে উঠছে বলে অভিযোগ গ্রামবাসীদের।
 

.