রাজ্যে শুরু ডেঙ্গির প্রকোপ

রাজ্যের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ডেঙ্গির প্রকোপ। বাঁকুড়া জেলায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ইতিমধ্যে এক যুবকের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন ডেঙ্গি আক্রান্তের চিকিত্সা চলছে বাঁকুড়া সম্মিলনী হাসপাতালে। ডেঙ্গির প্রকোপ দেখা দিয়েছে আসানসোলে। পৌর নিগম ডেঙ্গি রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।বাঁকুড়া জেলায় ইতিমধ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক জনের। বিষ্ণুপুর হাসপাতাল থেকে বেশ কয়েকজন ডেঙ্গি আক্রান্ত রোগীকে চিকিত্সার জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

Updated By: Aug 31, 2013, 08:29 PM IST

রাজ্যের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ডেঙ্গির প্রকোপ। বাঁকুড়া জেলায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ইতিমধ্যে এক যুবকের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন ডেঙ্গি আক্রান্তের চিকিত্সা চলছে বাঁকুড়া সম্মিলনী হাসপাতালে। ডেঙ্গির প্রকোপ দেখা দিয়েছে আসানসোলে। পৌর নিগম ডেঙ্গি রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।বাঁকুড়া জেলায় ইতিমধ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক জনের। বিষ্ণুপুর হাসপাতাল থেকে বেশ কয়েকজন ডেঙ্গি আক্রান্ত রোগীকে চিকিত্সার জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
আসানসোল পৌর নিগমের ৩৩ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্দা গ্রামে ১২জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। পৌর নিগম ডেঙ্গি রুখতে যথাযথ ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
ডেঙ্গির চিকিত্সার যথেষ্ট পরিকাঠামো নেই বলে জানিয়েছেন আসানসোল জেলা স্বাস্থ্যকেন্দ্রের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ।
তবে পৌর নিগম যথাযথ ব্যবস্থা নিচ্ছে বলে দাবি করেছেন চেয়ারম্যান।
সঠিক চিকিত্সা না পাওয়ায় আসানসোলের বহু বাসিন্দাকেই ডেঙ্গির চিকিত্সা করাতে কলকাতায় যেতে হচ্ছে। বাসিন্দাদের অভিযোগ নিয়মিত এলাকা সাফাইয়ের উদ্যোগ নিচ্ছেনা পৌর নিগম। এই পরিস্থিতিতে আতঙ্ক গ্রাস করেছে আসানসোল- নিশ্চিন্দার বাসিন্দাদের।

.