ওয়ার্ডেই পড়ে পচছে দেহ বর্ধমান হাসাপাতালে

হাসপাতালের নর্দমা থেকে চিকিত্সাধীন রোগীর দেহ উদ্ধারের ঘটনায় রবিবার সংবাদ শিরোনামে ছিল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসাপাতাল। আজ ফের কর্তব্যে চরম উদাসীনতার অভিযোগ উঠল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।

Updated By: Feb 6, 2012, 10:55 AM IST

হাসপাতালের নর্দমা থেকে চিকিত্সাধীন রোগীর দেহ উদ্ধারের ঘটনায় রবিবার সংবাদ শিরোনামে ছিল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসাপাতাল। আজ ফের কর্তব্যে চরম উদাসীনতার অভিযোগ উঠল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও জরুরি বিভাগে ওয়ার্ডেই পড়ে রয়েছে ৩টি মৃতদেহ। মহিলা ওয়ার্ডের চিকিত্সাধীন রোগীদের অভিযোগ, গতকাল সকাল থেকে দুপুরের মধ্যে এই ৩ জনের মৃত্যু হলেও দেহ সরানোর কোনও উদ্যোগ নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। এঁদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে পোড়ার ক্ষত থেকে। সেই কারণে দুর্গন্ধে ওয়ার্ডে টিকতে পারছেন না অন্যান্য রোগী এবং তাঁদের আত্মীয়রা। ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন চিকিত্সাধীন রোগী। তবে ওয়ার্ড থেকে মৃতদেহ সরানোর বিষয়ে উদাসীন কর্তৃপক্ষ। হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছেন অন্য রোগীর আত্মীয়েরা।

.