বিচারাধীনের মৃত্যুতে বিচারবিভাগীয় তদন্ত
বাঁকুড়ায় পুলিস হেফাজতে বিচারাধীন বন্দির মৃত্যুর ঘটনায় শুরু হল বিচারবিভাগীয় তদন্ত।
Updated By: Oct 8, 2011, 04:19 PM IST
বাঁকুড়ায় পুলিস হেফাজতে বিচারাধীন বন্দির মৃত্যুর ঘটনায় শুরু হল বিচারবিভাগীয় তদন্ত।
আজ বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত রবিলোচন মন্ডলের দেহের ময়নাতদন্ত করা হয়েছে।
গত চৌঠা অক্টোবর অষ্টমীর দিন শব্দবাজি ফাটানোর অভিযোগে বাঁকুড়ার কেন্দাকুঁড়া গ্রাম থেকে গ্রেফতার করা হয় রবিলোচন মন্ডলকে।
অভিযোগ, তিনদিন বেআইনিভাবে আটক করে রাখার পর সাতই অক্টোবর তাঁকে আদালতে তোলা হয়।
জামিন মঞ্জুর হলেও, জামিনের জন্য প্রয়োজনীয় টাকা জোগাড় করতে পারেননি রবিলোচন মন্ডলের পরিবার।
এরপর তাঁকে জেলে নিয়ে যাওয়া হলে সেখানেই রবিলোচনবাবু অসুস্থ হয়ে পড়েন।
তাঁকে সম্মিলনী মেডিক্যাল কলেজে পুলিস হাজতে নিয়ে যাওয়া হয়। গতকাল সেখানেই মারা যান তিনি।