সরকারি এক চিকিত্‍সকের ঝুলন্ত দেহ সোমবার উদ্ধার হয় নদিয়ার তেহট্টে

ওয়েব ডেস্ক: সরকারি এক চিকিতসকের ঝুলন্ত দেহ সোমবার উদ্ধার হয় নদিয়ার তেহট্টে। পলাশি গ্রামীণ হাসপাতালের হেলথ অফিসার, চিকিতসক এস চৌধুরীর বাড়ি কলকাতায়। কিন্তু কর্মসূত্রে তিনি নদিয়ার তেহট্টে বাড়িভাড়া নিয়ে থাকতেন। তাঁর স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা থাকেন কলকাতাতেই। গত কয়েকদিন ধরেই খোঁজ মিলছিল না তাঁর। ফোনও সুইচড অফ করা ছিল। তাই যোগাযোগ করার চেষ্টা করা হলেও, তাঁকে ফোনে পাওয়া যায়নি। সন্দেহ হওয়ায় আজ তেহট্টের বাড়িতে খোঁজখবর করেন স্থানীয়রা। পরে ঘরের মধ্যে এই চিকিত্‍সকের ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় পুলিস। তদন্তও শুরু করে দিয়েছে তাঁরা।

English Title: 
deadbody found in nadia
News Source: 
Home Title: 

সরকারি এক চিকিত্‍সকের ঝুলন্ত দেহ সোমবার উদ্ধার হয় নদিয়ার তেহট্টে

  সরকারি এক চিকিত্‍সকের ঝুলন্ত দেহ সোমবার উদ্ধার হয় নদিয়ার তেহট্টে
Yes
Is Blog?: 
No
Section: