পাহাড় আবার রঙিন, রাস্তায় দার্জিলিঙের মানুষের হাসির হাসির ছবি

দশ দিনের বনধ এবং দুদিনের জনতা কারফিউর পর স্বাধীনতা দিবসে আবার রাস্তায় দেখা গেল দার্জিলিঙের মানুষকে। রঙিন পোশাক আর হাসিখুশি চেহারায় উজ্জ্বল ম্যাল, চক বাজার। দীর্ঘ বনধের দমবন্ধকর পরিস্থিতির পর খোলামেলা পরিবেশে ফিরতে পেরে তাঁদের চেহারায় যেন মুক্তির স্পষ্ট বার্তা।

Updated By: Aug 15, 2013, 01:51 PM IST

দশ দিনের বনধ এবং দুদিনের জনতা কারফিউর পর স্বাধীনতা দিবসে আবার রাস্তায় দেখা গেল দার্জিলিঙের মানুষকে। রঙিন পোশাক আর হাসিখুশি চেহারায় উজ্জ্বল ম্যাল, চক বাজার। দীর্ঘ বনধের দমবন্ধকর পরিস্থিতির পর খোলামেলা পরিবেশে ফিরতে পেরে তাঁদের চেহারায় যেন মুক্তির স্পষ্ট বার্তা।
অনেকেই আবার রশদ যোগাড়ে ব্যস্ত। খুশি ব্যবসায়ীরাও। তবে এরই মধ্যে অনেকে আবার বনধ নেমে আসার আশঙ্কায় কাঁটা হয়ে রয়েছেন। সামনেই পুজো। সবাই চাইছেন, ব্যবসার ওই মরশুমের আগেই যেন সব সমস্যার সমাধান হয়ে যায়। না হলে শেষ পর্যন্ত রাজাগজার লড়াইয়ে প্রাণ যাবে তাঁদের মতো উলুখাগড়াদেরই।
এদিকে, স্বাধীনতা দিবস উপলক্ষে নিজেদের দফতরে জাতীয় পতাকা উত্তোলন করলেন মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি। সঙ্গে ছিলেন অন্য মোর্চা নেতারাও।
রোশন গিরি বলেন, দেশ এবং জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জানিয়েই আজ তাঁরা পতাকা উত্তোলন করেছেন। নাগরিকের অধিকার নিয়েই তাঁরা গোর্খাল্যান্ডের দাবি জানাচ্ছেন।
মানুষের এই দাবিতে সাড়া দেওয়া উচিত কেন্দ্রের। তিনি জানান, কাল এগারোটা নাগাদ সর্বদল বৈঠক হওয়ার কথা। এবং দুপুর আড়াইটা নাগাদ জিটিএ নিয়ে বৈঠক হওয়ার কথা। কিন্তু রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি দশ দিনের নোটিসে ওই বৈঠকের সিদ্ধান্ত নেওয়ায় কাল শেষ পর্যন্ত জিটিএ বৈঠক না-ও হতে পারে।
অন্যদিকে, পাহাড়ে যে ভাবে ধরপাকড় হচ্ছে, তাকে পুলিসের অত্যাচার বলে মন্তব্য করেছেন রোশন গিরি। তাঁর দাবি, আন্দোলন দমন করতেই পুরনো মামলার সূত্রে রাজ্য সরকার এই ভাবে ধরপাকড় চালাচ্ছে। কিন্তু জিটিএ চুক্তি অনুযায়ী সমস্ত পুরনো মামলা তুলে নেওয়ার কথা ছিল।
এ ভাবে তাঁদের আন্দোলন দমন করা যাবে না বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন মোর্চার সাধারণ সম্পাদক। কাল রাতের দিকে জিটিএ সভাসদ নিমা তামাং এবং আজ সকালের দিকে কার্শিয়াং থেকে যোগেন্দ্র রাইকে পুরনো মামলায় গ্রেফতার করেছে পুলিস।

.