পর্যটকদের প্রথম পছন্দ দার্জিলিং

পর্যটকদের পছন্দের তালিকায় ফের প্রথম সারিতে উঠে আসছে দার্জিলিং। দেশবিদেশের বহু পর্যটকের ভিড়ে এখন সরগরম শৈলশহর। ভূমিকম্পবিধ্বস্ত সিকিমে যেতে এখনও দ্বিধাগ্রস্ত বহু মানুষ। ফলে অনেকেই দার্জিলিংকে বেছে নিচ্ছেন বলে মনে করা হচ্ছে।  পাহাড়ের রাণী এখন ফের পুরনো, চেনা ছন্দে। আনাচে-কানাচে মানুষের ভিড়।

Updated By: Nov 14, 2011, 10:42 AM IST

পর্যটকদের পছন্দের তালিকায় ফের প্রথম সারিতে উঠে আসছে দার্জিলিং। দেশবিদেশের বহু পর্যটকের ভিড়ে এখন সরগরম শৈলশহর। ভূমিকম্পবিধ্বস্ত সিকিমে যেতে এখনও দ্বিধাগ্রস্ত বহু মানুষ। ফলে অনেকেই দার্জিলিংকে বেছে নিচ্ছেন বলে মনে করা হচ্ছে। পাহাড়ের রাণী এখন ফের পুরনো, চেনা ছন্দে। আনাচে-কানাচে মানুষের ভিড়। অথচ রাজনৈতিক অস্থিরতার কারণে কিছুদিন আগেও দার্জিলিংয়ে পা রাখার আগে দু-বার ভাবতেন পর্যটকরা। তবে এখন অবরোধ- মিটিং-মিছিল-স্লোগানের শব্দ থেকে দূরে, কান পাতলে হয়ত বা শোনা যাবে মাউথ অর্গানের সুরেলা আওয়াজ... খানিকটা হলেও সিকিমের ভয়াবহ ভূমিকম্পের কারণেই শৈলশহরে পর্যটকদের এই প্রত্যাবর্তন বলে মনে করছেন অনেকে। আতঙ্কিত মানুষজন সিকিমের বদলে দার্জিলিংকে গন্তব্য হিসেবে বেছে নিচ্ছেন বলে মত পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের।  ভিড়ের এই ছবি কিন্তু বলছে, দেশবিদেশের ভ্রমণার্থীদের একসময়ের হট-ফেভারিট দার্জিলিং ফের স্বমহিমায় ফেরার পথে।     
 

.