২৪ ঘণ্টার খবরের জেরে তোলাবাজ গ্রেফতার ডানকুনিতে

২৪ ঘণ্টার খবরের জেরে তোলাবাজকে গ্রেফতার করল পুলিস। গত ২৫ অক্টোবর ডানকুনির বিস্কুট কারখানায় তোলা চেয়ে দুষ্কৃতীদের তাণ্ডবের খবর সম্প্রচার করেছিলাম আমরা। অবশেষে ওই ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জু ব্যাপারী ওরফে লিটনকে ডানকুনি থেকে গ্রেফতার করল পুলিস।

Updated By: Nov 8, 2013, 06:13 PM IST

২৪ ঘণ্টার খবরের জেরে তোলাবাজকে গ্রেফতার করল পুলিস। গত ২৫ অক্টোবর ডানকুনির বিস্কুট কারখানায় তোলা চেয়ে দুষ্কৃতীদের তাণ্ডবের খবর সম্প্রচার করেছিলাম আমরা। অবশেষে ওই ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জু ব্যাপারী ওরফে লিটনকে ডানকুনি থেকে গ্রেফতার করল পুলিস।
চাকুন্দিতে প্রস্তাবিত বিস্কুট কারখানার জন্য ২ কোটি টাকা তোলা চেয়ে দুষ্কৃতীরা হুমকি দেয় বলে অভিযোগ। ২৩ অক্টোবর বিকেলে কারাখানা লক্ষ্য করে বোমাও ছোঁড়ে দুষ্কৃতীরা। এরপরই প্রজেক্টের কাজ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সংস্থার কর্ণধারের কথাও বলিয়ে দিই আমরা। পরিস্থিতি মোকাবিলায় সরকারের হস্তক্ষেপ দাবি করেন কারখানা কর্তৃপক্ষ। শেষপর্যন্ত কারখানায় তোলাবাজির ঘটনায় নড়েচড়ে বসল প্রশাসন।

.