এবার কুমির সুমারি সুন্দরবনে
সুন্দরবনের কুমির এবার উঠতে চলেছে গণনার খাতায়। প্রথমবারের জন্য কুমির সুমারি হবে সুন্দরবনে। ১৫ থেকে ১৮ জানুয়ারি পর্য়ন্ত চলবে কুমির গণনার কাজ।
Updated By: Jan 5, 2012, 03:31 PM IST
সুন্দরবনের কুমির এবার উঠতে চলেছে গণনার খাতায়। প্রথমবারের জন্য কুমির সুমারি হবে সুন্দরবনে। ১৫ থেকে ১৮ জানুয়ারি পর্য়ন্ত চলবে কুমির গণনার কাজ। খতিয়ে দেখা হবে কিলোমিটার প্রতি কুমিরের ঘনত্ব। তার আগে সুন্দরবনের বনকর্মীদের হাতে কলমে প্রশিক্ষণ হয়ে গেল বুধবার।
প্রসঙ্গত, সুন্দরবনের নদী ও খাঁড়িতে `নোনাজলের কুমির` (এসচুরিয়ান ক্রোকোডাইল) প্রজাতিটির সন্ধান মেলে। সুন্দরবন ছাড়াও ওড়িশার ভিতরকনিকা এবং আন্দামানে এই প্রজাতির কুমির মেলে। এ ছাড়া ভারতের বিভিন্ন রাজ্যে জলাভূমির কুমির (মার্শ ক্রোকোডাইল) এবং ঘড়িয়াল প্রজাতির কুমির পাওয়া যায়। ডিসেম্বর মাসে ওড়িশা বন দফতরের উদ্যোগে ভিতরকনিকায় কুমির সুমারি হয়েছে।