সিপিএম কর্মীর কঙ্কাল উদ্ধার, ধৃত মাওবাদী
ধৃত মাওবাদীকে জিজ্ঞাসাবাদ করে খুন হওয়া সিপিআইএম কর্মীর কঙ্কাল উদ্ধার করল পুলিস। বুধবার ঝাড়গ্রামের ঘৃতখাম এলাকা থেকে উদ্ধার করা হয় ২০১০-এ অপহৃত সিপিআইএম কর্মী অশোক মাহাতোর কঙ্কাল।
ধৃত মাওবাদীকে জিজ্ঞাসাবাদ করে খুন হওয়া সিপিআইএম কর্মীর কঙ্কাল উদ্ধার করল পুলিস। বুধবার ঝাড়গ্রামের ঘৃতখাম এলাকা থেকে উদ্ধার করা হয় ২০১০-এ অপহৃত সিপিআইএম কর্মী অশোক মাহাতোর কঙ্কাল। পুলিসসূত্রে খবর, মাস দুয়েক আগে নেদাবহরা থেকে গ্রেফতার করা হয় মাওবাদী নেতা দেবাংকে। প্রথমে তাকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হলেও পরে পুলিস জানতে পারে স্থানীয় সিপিআইএম কর্মীর খুনের ঘটনায় জড়িত সে। এরপরেই ফের আদালতে আবেদন জানিয়ে পুলিস হেফাজতে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের পর পুলিস জানতে পারে ২০১০ সালেই অপহৃত সিপিআইএম কর্মী অশোক মাহাতোকে খুন করে ঘৃতখাম লাগোয়া জঙ্গলে পুঁতে দেয় মাওবাদীরা।
এদিন দেবাংয়ের দেখানো জায়াগায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় সিপিআইএম নেতার কঙ্কাল। ইতিমধ্যেই দেহ সনাক্ত করেছেন অশোক মাহাতোর পরিবারের সদস্যরা।