সিপিআইএম নেতার জেল হেফাজত, মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে : বিনয় দত্ত

হুগলির সিপিআইএম জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বিনয় দত্তকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। সকাল দশটা নাগাদ তাঁকে আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয়।

Updated By: Oct 7, 2011, 02:50 PM IST

হুগলির সিপিআইএম জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বিনয় দত্তকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। সকাল দশটা নাগাদ তাঁকে আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয়। সেই সময় আদালত চত্বরে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের একদল সমর্থক। বৃহস্পতিবার নিজের বাড়ি থেকে প্রাক্তন সিপিআইএম বিধায়ককে গ্রেফতার করে পুলিস। ২০ সেপ্টেম্বর  বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রর জনসভায় যাওয়ার সময় অশোক পাত্র নামে এক শিক্ষক নেতাকে মারধর করে তৃণমূল কংগ্রেস। সেই ঘটনায় তৃণমূল কংগ্রেসের নামে থানায় অভিযোগ দায়ের করে সিপিআইএম। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে দুজন তৃণমূল কর্মীকে গ্রামবাসীরা মারধর করে বলে অভিযোগ। সেই মারধরের ঘটনায় বিনয় দত্ত সহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। প্রাক্তন বিধায়ক বিনয় দত্তকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে মনে করেন আরামবাগের সাংসদ, শক্তিমোহন মালিক। উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিনয় দত্তকে ফাঁসানোহয়েছে বলেও মন্তব্য করেছেন আরামবাগের সিপিআইএম সাংসদ।    

.