উত্তর চব্বিশ পরগনার আমডাঙার তারাবেড়িয়া গ্রামে সিপিএম কর্মীকে গুলি
উত্তর চব্বিশ পরগনার আমডাঙার তারাবেড়িয়া গ্রামে সিপিএম কর্মীকে গুলি। আক্রান্তের নাম আহমেদ আলি। অভিযোগ, গতকাল রাতে চায়ের দোকান থেকে ফেরার সময় আমবাগানে তিনজন তাঁর উপর হামলা চালায়। খুব কাছ থেকে গুলি করা হয় আহমেদ আলিকে। ভোটের ঠিক আগে গত উনিশে এপ্রিল তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দেন তিনি। অভিযোগ, তার জেরেই হামলা। যদিও হামলার সঙ্গে যুক্ত থাকার কথা অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতা রফিকুল রহমান।
ওয়েব ডেস্ক: উত্তর চব্বিশ পরগনার আমডাঙার তারাবেড়িয়া গ্রামে সিপিএম কর্মীকে গুলি। আক্রান্তের নাম আহমেদ আলি। অভিযোগ, গতকাল রাতে চায়ের দোকান থেকে ফেরার সময় আমবাগানে তিনজন তাঁর উপর হামলা চালায়। খুব কাছ থেকে গুলি করা হয় আহমেদ আলিকে। ভোটের ঠিক আগে গত উনিশে এপ্রিল তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দেন তিনি। অভিযোগ, তার জেরেই হামলা। যদিও হামলার সঙ্গে যুক্ত থাকার কথা অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতা রফিকুল রহমান।
পুলিসের অনুমান, জমি বিবাদ থেকেই এই হামলা। গুরুতর জখম অবস্থায় ওই সিপিএম কর্মীকে বারাসতের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।