বাম আমলের ফলক তুলে নতুন করে শিলান্যাস মুখ্যমন্ত্রীর

দুর্গাপুরে বাম আমলে শুরু হওয়া প্রকল্পের শিলান্যাস ফলক তুলে দিয়ে নতুন করে শিলান্যাস ও উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার দুর্গাপুরে হস্তশিল্পীদের জন্য `আর্বান হাট`-এর উদ্বোধন এবং আইকিউ সিটির মেডিক্যাল কলেজের শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই উদ্বোধন এবং শিলান্যাস অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে।

Updated By: Apr 12, 2012, 08:03 PM IST

দুর্গাপুরে বাম আমলে শুরু হওয়া প্রকল্পের শিলান্যাস ফলক তুলে দিয়ে নতুন করে শিলান্যাস ও উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার দুর্গাপুরে হস্তশিল্পীদের জন্য `আর্বান হাট`-এর উদ্বোধন এবং আইকিউ সিটির মেডিক্যাল কলেজের শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই উদ্বোধন এবং শিলান্যাস অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে।
২০০৬-এ হস্তশিল্পীদের জন্য দুর্গাপুরের `আর্বান হাট`-এর শিলান্যাস করেন তত্কালীন ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী মানব মুখোপাধ্যায়। নির্বাচনের কারণে পিছিয়ে যায় হাট তৈরির কাজ। এখন সম্পূর্ণ হয়েছে আর্বান হাট। অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনের আগে তুলে দেওয়া হয়েছে মানব মুখোপাধ্যায়ের শিলান্যাস ফলক। আর এই ভাবে একজন মন্ত্রীর শিলান্যাস করা ফলক তুলে দেওয়াকে ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। এখানেই শেষ নয়, দুর্গাপুরের মেয়র রথীন রায়ের উদ্যোগেই মূলত গড়ে উঠেছে আর্বান হাট। অথচ মুখ্যমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ নেই তাঁরই। ডাকা হয়নি দুর্গাপুরের সাংসদ ফইজুল হককেও।

`আর্বান হাট`-এর পাশাপাশি আইকিউ সিটির মেডিক্যাল কলেজের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। এর আগে আইকিউ সিটির মেডিক্যাল কলেজ হাসপাতালের শিলান্যাস করেন প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেন। তুলে দেওয়া হয়েছে নিরুপম সেনের শিলান্যাস করা সেই ফলকও। এই ঘটনার বিরোধিতা করেছেন বর্ধমান জেলা সিপিআইএম সম্পাদক অমল হালদার এবং দুর্গাপুরের মেয়র রথীন রায়। তৃণমূল অনেক দ্বিচারিতা করছে বলেই অভিযোগ বিরোধীদের।

.