দেখে নিন CPM-এর সঙ্গে জোটে যেতে কোন জেলায় কংগ্রেস কটা আসন চায়
সিপিআইএমের সঙ্গে জোটে যেতে কংগ্রেস প্রাথমিক তালিকায় ১০৭টি আসন দাবি করেছে। অধীর চৌধুরীদের দাবি, তাদের কমপক্ষে চাই ৯০ আসন। যার মধ্যে মুর্শিদাবাদ ও উত্তরবঙ্গের ৭ জেলায় কমপক্ষে ৪৫ আসন । দেখে নিন কোন জেলায় কটা আসনে লড়তে চাইছে কংগ্রেস।
কোচবিহার জেলা-- ৩টি বিধানসভা আসন
আলিপুরদুয়ার জেলা- ২টি বিধানসভা আসন
জলপাইগুড়ি -- ৪টি বিধানসভা আসন
দার্জিলিং-- ২টি বিধানসভা আসন
উত্তর দিনাজপুর-- ৫টি বিধানসভা আসন
দক্ষিণ দিনাজপুর-- ৩টি বিধানসভা আসন
মালদহ -- ৯টি বিধানসভা আসন
মুর্শিদাবাদ -- ১৭টি বিধানসভা আসন
নদিয়া-- ৬টি বিধানসভা আসন
উত্তর ২৪ পরগনা-- ৯টি বিধানসভা আসন
দক্ষিণ ২৪ পরগনা-- ৮টি বিধানসভা আসন
কলকাতা-- ৬টি বিধানসভা আসন
হাওড়া-- ৫টি বিধানসভা আসন
হুগলি -- ২টি বিধানসভা আসন
পূর্ব মেদিনীপুর -- ৩টি বিধানসভা আসন
পশ্চিম মেদিনীপুর -- ৫টি বিধানসভা আসন
পুরুলিয়া -- ৫টি বিধানসভা আসন
বাঁকুড়া -- ২টি বিধানসভা আসন
বর্ধমান -- ৬টি বিধানসভা আসন
বীরভূম- ৫টি বিধানসভা আসন
পড়ুন ২০১৪ লোকসভা ভোটের নিরিখে কোন কোন বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে কংগ্রেস