তৃণমূলের অনাস্থার প্রতিবাদে রাজ্যজুড়ে কালাদিবস কংগ্রেসের

সংসদে তৃণমূল কংগ্রেসের অনাস্থার প্রতিবাদে আজ রাজ্যজুড়ে কালাদিবস পালন করবে প্রদেশ কংগ্রেস। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সংসদে অযৌক্তিক অনাস্থা প্রস্তাব এনে কেন্দ্রের সরকার ভাঙার চেষ্টা করছে। সরকারকে বিপাকে ফেলতে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বিজেপি এবং অন্যদিকে সিপিআইএমের সঙ্গে হাত মেলাচ্ছেন বলে অভিযোগ কংগ্রেস নেতৃত্বের।

Updated By: Nov 22, 2012, 11:53 AM IST

সংসদে তৃণমূল কংগ্রেসের অনাস্থার প্রতিবাদে আজ রাজ্যজুড়ে কালাদিবস পালন করবে প্রদেশ কংগ্রেস। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সংসদে অযৌক্তিক অনাস্থা প্রস্তাব এনে কেন্দ্রের সরকার ভাঙার চেষ্টা করছে। সরকারকে বিপাকে ফেলতে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বিজেপি এবং অন্যদিকে সিপিআইএমের সঙ্গে হাত মেলাচ্ছেন বলে অভিযোগ কংগ্রেস নেতৃত্বের।
আজ জেলায় জেলায় বিক্ষোভ-মিছিল-সমাবেশের ডাক দেওয়া হয়েছে। বেলা দুটোয় কলকাতায় প্রদেশ দফতর থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিলে সামিল হবেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। মিছিল থেকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, একের পর এক ঘটনায় পুলিসের গুলিচালনা এবং কংগ্রেস কর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানানো হবে।  

.