নতুন করে বিজ্ঞপ্তি জারি করতে পারে কমিশন
সুপ্রিম কোর্টের রায় খতিয়ে দেখার পরই নতুন করে পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারির ব্যাপারে ভাবনাচিন্তা করবে কমিশন। নিজেদের মধ্যে আলোচনা করেই নির্বাচনী পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন কমিশনার।
Updated By: Jun 29, 2013, 03:38 PM IST
সুপ্রিম কোর্টের রায় খতিয়ে দেখার পরই নতুন করে পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারির ব্যাপারে ভাবনাচিন্তা করবে কমিশন। অন্যদিকে, রামদান ও রথের সময় ভোট না করার জন্য সুপ্রিম কোর্টে যেতে পারে তৃণমূল কংগ্রেস।
নিজেদের মধ্যে আলোচনা করেই নির্বাচনী পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন কমিশনার।
গতকালই মীরা পাণ্ডেকে প্রাণনাশের হুমকি দিয়ে বেশ কয়েকটি চিঠি এসে পৌঁছয় নির্বাচন কমিশনের দফতরে। যদিও তাঁর নিরাপত্তার ব্যাপারে এখনও কোন পদক্ষেপ নেয়নি রাজ্য সরকার।