জঙ্গলমহলে মাওবাদীদের `অস্ত্র চাইনা, ভাত চাই` বার্তা দিলেন মুখ্যমন্ত্রী, দিতে পারলেন না কর্মসংস্থানের আশ্বাস

পঞ্চায়েত ভোট পরবর্তী জঙ্গলমহল সফরে ফের মাওবাদীদের উদ্দেশ্যে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। স্লোগান দিলেন অস্ত্র চাই না, ভাত চাই। কিন্তু কর্মসংস্থানের তেমন কোনও আশ্বাস পুরুলিয়াবাসীকে দিতে পারলেন না মুখ্যমন্ত্রী। কারণ কর্মসংস্থান এবং উন্নয়নমুখী যে প্রকল্পগুলি আগেই ঘোষণা হয়ে গেছে। অথচ কোনও কাজ এগোয়নি, সেগুলিরই পুনরাবৃত্তি শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়।

Updated By: Sep 24, 2013, 10:54 PM IST

পঞ্চায়েত ভোট পরবর্তী জঙ্গলমহল সফরে ফের মাওবাদীদের উদ্দেশ্যে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। স্লোগান দিলেন অস্ত্র চাই না, ভাত চাই। কিন্তু কর্মসংস্থানের তেমন কোনও আশ্বাস পুরুলিয়াবাসীকে দিতে পারলেন না মুখ্যমন্ত্রী। কারণ কর্মসংস্থান এবং উন্নয়নমুখী যে প্রকল্পগুলি আগেই ঘোষণা হয়ে গেছে। অথচ কোনও কাজ এগোয়নি, সেগুলিরই পুনরাবৃত্তি শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়।
প্রত্যাশামতোই পঞ্চায়েত ভোটের পর নিজের প্রথম জঙ্গলমহল সফরে পুরুলিয়াতে গিয়ে একগুচ্ছ প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যে প্রকল্পগুলি তিনি ঘোষণা করলেন তার বেশিরভাগই পূর্বঘোষিত প্রকল্প। জাপানি সংস্থা জাইকার সঙ্গে রাজ্যসরকার যৌথভাবে তেরশ কোটি টাকার পানীয় জল প্রকল্প করতে চলেছে বলে সভায় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের ঘোষণা দুহাজার এগারো সালে পুরুলিয়ায় এসে করে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীই। রঘুনাথপুরে ৩২ হাজার কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
 
এই প্রকল্পে ৫০ হাজার কর্মসংস্থান হওয়ার কথা শোনালেও প্রকল্পটি কারা গড়ছে তানিয়ে বরাবরের মতো এবারেও নীরব মুখ্যমন্ত্রী। পুরুলিয়া ইঞ্জিনিয়ারিং কলেজের ঘোষণা দুহাজার বারোতেই করে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। অথচ প্রকল্পটি পুরুলিয়ার কোন জায়গায় হবে সেটাই এখনও নির্দিষ্ট হয়নি। একইভাবে জেলায় আইটিআই প্রকল্পের ঘোষণাও পুরনো। এটি দুহাজার এগারোর নভেম্বরে প্রথম ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।
 
নতুন যে প্রকল্পগুলি মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন তারমধ্যে উল্লেখযোগ্য পুরুলিয়াকে পর্যটন জেলা হিসেবে চিহ্নিত করা। অযো্ধ্যা পাহাড়ের স্পোর্টস কমপ্লেক্স-স্টেডিয়াম এবং অযোধ্যা পাহাড়ে পয়তিরিশ একর জমির উপর ৯০০ মেগাওয়াটের জলবিদ্যুত্‍ প্রকল্প।

.