সাত্তোরকাণ্ডে চার্জশিট পেশ সিআইডি-র, উঠছে পক্ষপাতিত্বের অভিযোগ

সাত্তোরে মহিলা নির্যাতনের ঘটনায় চার্জশিট পেশ করল সিআইডি। চার্জশিটে স্পেশাল অপারেশন গ্রুপের ওসি কার্তিকমোহন ঘোষ সহ তিন কনস্টেবলের নাম রয়েছে। নির্যাতিতার অভিযোগ প্রকৃত অভিযুক্তদের আড়াল করেই তৈরি হয়েছে চার্জশিট। ন্যায্য বিচারের দাবিতে সিবিআই তদন্তের দাবি ফের জানিয়েছেন নির্যাতিতা।

Updated By: Mar 11, 2015, 04:42 PM IST

ওয়েব ডেস্ক: সাত্তোরে মহিলা নির্যাতনের ঘটনায় চার্জশিট পেশ করল সিআইডি। চার্জশিটে স্পেশাল অপারেশন গ্রুপের ওসি কার্তিকমোহন ঘোষ সহ তিন কনস্টেবলের নাম রয়েছে। নির্যাতিতার অভিযোগ প্রকৃত অভিযুক্তদের আড়াল করেই তৈরি হয়েছে চার্জশিট। ন্যায্য বিচারের দাবিতে সিবিআই তদন্তের দাবি ফের জানিয়েছেন নির্যাতিতা।

নবব্বই দিনের নির্ধারিত সময় সীমা মেনেই সাত্তোরের ঘটনায় চার্জশিট  জমা দিল সিআইডি। কিন্তু সিআইডির পেশ করা চার্জশিট নিয়েই পক্ষপাতিত্বের অভিযোগ উঠছে। চার্জশিটে নাম রয়েছে স্পেশাল অপারেশন গ্রুপের ওসি কার্তিকমোহন ঘোষ সহ তিন কন্সস্টেবলের। কিন্তু বীরভূমের তত্‍কালীন পুলিস সুপার অলোক রাজোরিয়া, তত্‍কালীন এসডিপিও সূর্যপ্রতাপ যাদবের নাম উহ্যই রয়ে গেছে।

পর্যবেক্ষক মহলের মতে উপরতলার অনুমতি ছাড়া এত বড় অপারেশন সম্ভব নয়। নাম নেই সাত্তোরের তৃণমূল নেতা মোস্তাফা শেখ সহ আরও তিন নেতার।শুধু তাই নয় এক অফিসার সহ তিন কন্সস্টেবলের নাম চার্জশিটে রাখা হলেও প্রত্যেকের বিরুদ্ধেই জামিনযোগ্য ধারায় অভিযোগ আনা হয়েছে। অপহরণ, ইচ্ছের বিরুদ্ধে কোনও মহিলাকে নিয়ে শারীরিক নির্যাতন, ধর্ষণের চেষ্টার মতো ধারা না দিয়ে অপেক্ষাকৃত লঘু ধারায় অভিযোগ আনা হয়েছে। অনিচ্ছাকৃত ভুল এবং জেরার পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে চার্জশিটে। সিআইডি-র আচরণ পক্ষপাতদুষ্ট বলেই অভিযোগ নির্যাতিতার।

সিআইডিতে আস্থা নেই বলে ফের জানিয়েছেন সাত্তোরের নির্যাতিতা। সেজন্যই ফের সিবিআই তদন্তের দাবি তুলেছেন তিনি।

 

.