সার্কিট বেঞ্চের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী
সার্কিট বেঞ্চের নতুন ভবনের শিলান্যাস করা হল। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও হাইকোর্টের প্রধান বিচারপতি জয়নারায়ণ প্যাটেল যৌথভাবে এই শিলান্যাস করেন।
Updated By: Sep 1, 2012, 01:12 PM IST
সার্কিট বেঞ্চের নতুন ভবনের শিলান্যাস করা হল। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও হাইকোর্টের প্রধান বিচারপতি জয়নারায়ণ প্যাটেল যৌথভাবে এই শিলান্যাস করেন।
নতুন ভবনের নির্মাণ শুরু হওয়ার পর অস্থায়ী ভবনে সার্কিট বেঞ্চের কাজ শুরু হওয়ার কথা। ইতিমধ্যেই অস্থায়ী ভবনের পরিকাঠামো তৈরি হয়ে গিয়েছে। জলপাইগুড়ি থেকেই রিমোট কন্ট্রোলের মাধ্যমে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ফ্ল্যাড লাইট ও খাদ্য দফতরের নতুন ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পাঁচদিনের উত্তরবঙ্গ সফর শেষ করে আজই কলকাতায় ফেরার কথা তাঁর।