আজ সিঙ্গুর দিবস, শুরু হল জমির দলিল ফেরানোর কাজ

অবশেষে হাজির সেই দিনটি। আদালতের নির্দেশে আজ সিঙ্গুরে কৃষকদের জমি ফেরানোর কাজ শুরু হল। ১০ বছরের লড়াইয়ের শেষে সেই কাঙ্খিত জয়। তবে তা তৃণমূল কংগ্রেসের...? নাকি তত্কালীন লড়়াকু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের? নাকি এলাকার সেই কৃষকদের যাদের জমি আজ ফেরানো হচ্ছে সেখানে? সে যাই হোক...সব বিতর্ক সরিয়ে রেখে আজ সেখানে উত্সব। সিঙ্গুর উত্সব।  সরকারি ভাবে জানানো হয়েছে ৮০০ জন অনিচ্ছুক কৃষকের হাতে চেক তুলে দেওয়া হবে। সেই সঙ্গে ৯১১৭ জন কৃষকের হাতে জমির পরচা ও দলিল তুলে দেওয়া হবে।

Updated By: Sep 14, 2016, 04:29 PM IST
আজ সিঙ্গুর দিবস, শুরু হল জমির দলিল ফেরানোর কাজ

ওয়েব ডেস্ক : অবশেষে হাজির সেই দিনটি। আদালতের নির্দেশে আজ সিঙ্গুরে কৃষকদের জমি ফেরানোর কাজ শুরু হল। ১০ বছরের লড়াইয়ের শেষে সেই কাঙ্খিত জয়। তবে তা তৃণমূল কংগ্রেসের...? নাকি তত্কালীন লড়়াকু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের? নাকি এলাকার সেই কৃষকদের যাদের জমি আজ ফেরানো হচ্ছে সেখানে? সে যাই হোক...সব বিতর্ক সরিয়ে রেখে আজ সেখানে উত্সব। সিঙ্গুর উত্সব।  সরকারি ভাবে জানানো হয়েছে ৮০০ জন অনিচ্ছুক কৃষকের হাতে চেক তুলে দেওয়া হবে। সেই সঙ্গে ৯১১৭ জন কৃষকের হাতে জমির পরচা ও দলিল তুলে দেওয়া হবে।

আরও পড়ুন- সুপ্রিম কোর্টের ঐতিহাসিক সিঙ্গুর রায়ের পর কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

সেদিনও দুর্গাপুর এক্সপ্রেস ওয়ের ওপর তৈরি হয়েছিল মঞ্চ। আন্দোলনের মঞ্চ। যেখানে ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে ২৬দিন ধরে জমি ফেরানোর দাবিতে আন্দোলন করেছিলেন তত্কালীন বিরোধী দলনেত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে সেই আন্দোলনের মাঝে পড়ে টাটা গোষ্ঠী সেখানে থেকে নিজেদের প্রকল্প সরিয়ে নিয়ে যায় গুজরাটে। নেমে আসে অন্ধকার। বাম সরকারের জমি অধিগ্রণ থেকে, মমতার সিঙ্গুর আন্দোলন...মামলা ওঠে আদালতে। তারপর থেকে কেটে গেছে ১০টা বছর। অবশেষে চলতি বছরের ৩১ অগাস্ট আদালত রায় দেয়...সিঙ্গুরে বামেদের জমি অধিগ্রহণ নীতি ভুল ছিল। তাই যত তাড়াতাড়ি সম্ভব সেই জমি ফেরাতে হবে কৃষকদের। সেই দিনই বর্তমান রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় অবিলম্বে সিঙ্গুরে ফেরানো হবে জমি। ১৪ সেপ্টেম্বর থেকে ফেরানো শুরু হবে জমির দলিল ও দেওয়া হবে ক্ষতিপূরণের চেক।

যেমন কথা তেমনই কাজ। আজ থেকেই শুরু হল সেই কাজ। বিজয় উত্সবের মধ্যে দিয়ে শুরু হল সেই জমি ফেরানোর কাজ। 

.