মুকুলের বদলে এবার সুব্রত বক্সির হাতে নোটিস ধরাতে প্রস্তুত সিবিআই

ফের তৃণমূলকে কংগ্রেসকে নোটিস পাঠাতে চলেছে CBI। দুহাজার দশ থেকে দুহাজার চোদ্দ পর্যন্ত দলের আয়ব্যয়ের হিসেব চেয়ে নোটিস পাঠানো হবে। এবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সির উদ্দেশে ওই নোটিস লেখা হচ্ছে। নোটিসে সাতদিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Updated By: Mar 10, 2015, 04:54 PM IST
মুকুলের বদলে এবার সুব্রত বক্সির হাতে নোটিস ধরাতে প্রস্তুত সিবিআই

ব্যুরো: ফের তৃণমূলকে কংগ্রেসকে নোটিস পাঠাতে চলেছে CBI। দুহাজার দশ থেকে দুহাজার চোদ্দ পর্যন্ত দলের আয়ব্যয়ের হিসেব চেয়ে নোটিস পাঠানো হবে। এবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সির উদ্দেশে ওই নোটিস লেখা হচ্ছে। নোটিসে সাতদিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল একইমর্মে একটি নোটিস পাঠানো হয়েছিল তৃণমূল ভবনে। তার প্রতিলিপি পাঠানো হয়েছিল মুকুল রায়কেও। যদিও মুকুল রায় জবাবি ইমেলে জানিয়ে দেন, আঠাশে ফেব্রুয়ারি থেকে তিনি আর দলের সাধারণ সম্পাদক নন। তাই CBI-এর প্রশ্নের উত্তর দেবেন বর্তমান সাধারণ সম্পাদক। অন্যদিকে, তৃণমূলের তরফে দাবি করা হয়েছিল, বর্তমান সাধারণ সম্পাদক CBI-এর চিঠি পাননি। তাঁর কাছে চিঠি পৌছনোর পরেই জবাব দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা করা হবে।

.