খামখেয়ালি আবহাওয়ায় মাথায় হাত চাষীদের

খামখেয়ালি আবহাওয়া। ফেব্রুয়ারিতেই রেকর্ড গরম। আর তারপর তুমুল ঝড়বৃষ্টি। স্বস্তি মিলেছে ঠিকই। কিন্তু চাষীদের মাথায় হাত। অকাল বর্ষায় হুগলিতে নষ্ট হওয়ার পথে বিঘার পর বিঘা জমির ফসল।

Updated By: Feb 25, 2016, 04:37 PM IST
খামখেয়ালি আবহাওয়ায় মাথায় হাত চাষীদের

ওয়েব ডেস্ক: খামখেয়ালি আবহাওয়া। ফেব্রুয়ারিতেই রেকর্ড গরম। আর তারপর তুমুল ঝড়বৃষ্টি। স্বস্তি মিলেছে ঠিকই। কিন্তু চাষীদের মাথায় হাত। অকাল বর্ষায় হুগলিতে নষ্ট হওয়ার পথে বিঘার পর বিঘা জমির ফসল।

গত কয়েকদিনে যা গরম পড়েছিল, তাতে ফেব্রুয়ারি মাসেই হাঁসফাঁস করছিলেন মানুষষজন। বৃষ্টি  সেই গরম থেকে আপাতত মুক্তি দিয়েছে। কিন্তু আকাশের মতোই মুখ ভার চাষীদের। কারণ এই বৃষ্টিই।

আলু, পেঁয়াজ, শাক সবজির ক্ষতি তো হয়েছেই। আম চাষও ক্ষতির মুখে। লাগাতার বৃষ্টির জল পড়ে, এরই মধ্যে মুকুল ঝরতে শুরু করেছে। আরও কয়েকদিন এরকম চললে, কিছুই বাঁচানো যাবে না। আশঙ্কা চাষীদের।

চাষীরাই বলছেন, সাধারণত পরপর দু বছর আমের ভালো ফলন হয় না। কিন্তু সেই হিসেব ভুল প্রমাণ করে, গতবারের পর এবারও ভালোই মুকুল ধরেছিল। কিন্তু বৃষ্টি সব ওলটপালট করে দিয়েছে। ক্ষতির বহর কোথায় গিয়ে ঠেকবে, এখন সেই চিন্তায় ঘুম উড়েছে এদের।

.