'চাকরি- দৌড়ে' জীবনযুদ্ধে হার পরীক্ষার্থীর
ফের সরকারি চাকরির পরীক্ষা দিয়ে গিয়ে মৃত্যু হল এক পরীক্ষার্থীর। শনিবার সকালে বহরমপুরে বিদ্যুত্ বন্টন নিগমের চাকরির জন্য শারীরিক সক্ষমতার পরীক্ষা দেওয়ার সময় অচৈতন্য হয়ে পড়েন মনতোষ সরকার। হাসপাতালে নিয়ে গেলে, তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
ফের সরকারি চাকরির পরীক্ষা দিয়ে গিয়ে মৃত্যু হল এক পরীক্ষার্থীর। শনিবার সকালে বহরমপুরে বিদ্যুত্ বন্টন নিগমের চাকরির জন্য শারীরিক সক্ষমতার পরীক্ষা দেওয়ার সময় অচৈতন্য হয়ে পড়েন মনতোষ সরকার। হাসপাতালে নিয়ে গেলে, তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
কলকাতা পুলিসের কনস্টেবল পদের জন্য শারিরীক পরীক্ষা দিতে গিয়ে মৃত্যু হয়েছিল অভিষেক চক্রবর্তীর। অগাস্ট মাসের কাঠফাটা রোদের মধ্যে শারিরীক পরীক্ষা নেওয়া নিয়ে সেই সময় রাজ্য জুড়ে সমালোচনার ঝড় উঠেছিল। সংজ্ঞা হারানোর পর অভিষেককে হাসপাতালে নিয়ে যেতে দেরি করা হয়েছিল বলেও অভিযোগ ওঠে। ফের শারিরীক পরীক্ষা দিতে গিয়ে মৃত্যু হল একজনের। শুক্রবার সকালে বহরমপুর স্টেডিয়ামে বিদ্যুত্ বন্টন নিগমের চাকরির জন্য শারীরিক সক্ষমতার পরীক্ষা ছিল। পরীক্ষার্থীদের মধ্যে ছিলেন নদীয়ার ধুবুলিয়ার বাসিন্দা ২২ বছরের মনোতোষ সরকার। পরীক্ষা চলাকালীন হঠাত্ই অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েন তিনি। তখনই অ্যাম্বুলেন্সে করে তাঁকে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।
ঠিক কী কারণে পরীক্ষা চলাকালীন ২২ বছরের এই তরুণের মৃত্যু হল তা এখনও স্পষ্ট নয়। তা জানতেই মনতোষের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর এদিনের মতো পরীক্ষা স্থগিত রাখা হয়।