মোমবাতির আলো আর শোক মিছিলে ফিরল সৌরভ চৌধুরীর স্মৃতি

মোমবাতির নরম আলো আর শোক মিছিলে স্মৃতিতে ফিরলেন সৌরভ চৌধুরী। বামনগাছিতে সৌরভের স্মরণে এক শোকমিছিলের পা মেলান একাধিক প্রতিবাদী মঞ্চের সদস্যরা।

Updated By: Jul 13, 2014, 08:22 PM IST

মোমবাতির নরম আলো আর শোক মিছিলে স্মৃতিতে ফিরলেন সৌরভ চৌধুরী। বামনগাছিতে সৌরভের স্মরণে এক শোকমিছিলের পা মেলান একাধিক প্রতিবাদী মঞ্চের সদস্যরা। কলকাতাতেও এক ফেসবুক কমিউনিটির তরফে শোকসভার আয়োজন করা হয়। আজ সৌরভ চৌধুরীর জন্মদিন। বেঁচে থাকলে বয়স হত ২২।

বাইশে আর পৌছনো হয়নি। জন্মদিনের দিনকতক আগেই প্রতিবাদী সৌরভকে নৃশংসভাবে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে একদল সমাজবিরোধী। তেরোই জুলাই শোক মিছিলে সৌরভকে স্মরণ করলেন বামনগাছির বাসিন্দারা।

মোমাবাতি নিয়ে হাঁটা সৌরভের স্মৃতিতে শোক মিছিলে পা মেলালেন কামদুনির প্রতিবাদীরা, বরুণ বিশ্বাসের পরিবার, নিহত পরিবেশপ্রেমী তপন দত্তের স্ত্রী, রাজীব দাসের দিদি রিঙ্কু দাস। ছিলেন আইনজীবী ভারতী মুত্সুদ্দি এবং চিত্রশিল্পী সমীর আইচ। বামনগাছির পাশাপাশি, কলকাতাতেও স্মরণ করা হল সৌরভকে। অ্যাকাডেমি অফ ফাইন আর্টস চত্বরে মোমবাতির আলোয় সৌরভ স্মরণে সামিল হলেন এক ফেসবুক কমিউনিটির সদস্যরা।

.