মাওবাদী প্রশ্নে আপোষের পথে হাঁটছে সরকার : বুদ্ধদেব ভট্টাচার্য

মাওবাদীদের সঙ্গে আপোস করছে রাজ্য সরকার। অভিযোগ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিটব্যুরো সদস্য বুদ্ধদেব ভট্টাচার্যের।

Updated By: Sep 29, 2011, 06:38 PM IST

মাওবাদীদের সঙ্গে আপোস করছে রাজ্য সরকার। অভিযোগ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিটব্যুরো সদস্য বুদ্ধদেব ভট্টাচার্যের। আজ উত্তর চব্বিশ পরগনার মিনাখাঁয় সিপিআইএমের সভায় এই অভিযোগ করেন তিনি। সেখানে তিনি বলেন, মেদিনীপুরে তো বটেই,
মাওবাদীরা ছড়িয়ে পড়তে চাইছে রাজ্যের অন্য জেলাতেও। এ প্রসঙ্গে রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করেন তিনি।

.