বজবজে মজিদুলকে খুনের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত
বজবজে মফিদুল শেখ খুনের ঘটনায় গ্রেফতার করা মূল অভিযুক্ত শেখ আক্রম ও মুস্তাকিন শেখ। গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব মেদিনীপুরের মেছোগ্রাম থেকে তাদের গ্রেফতার করে দক্ষিণ চব্বিশ পরগনা পুলিসের স্পেশাল টিম। ঘটনার পর থেকে উধাও ছিল দুজন। ক্রমাগত ডেরা পাল্টে তারা পুলিসকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছিল বলে খবর। পূর্ব মেদিনীপুরে এক বন্ধুর বাড়িতে আশ্রয় নিয়েছিল আক্রম এবং মুস্তাকিন।
ওয়েব ডেস্ক: বজবজে মফিদুল শেখ খুনের ঘটনায় গ্রেফতার করা মূল অভিযুক্ত শেখ আক্রম ও মুস্তাকিন শেখ। গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব মেদিনীপুরের মেছোগ্রাম থেকে তাদের গ্রেফতার করে দক্ষিণ চব্বিশ পরগনা পুলিসের স্পেশাল টিম। ঘটনার পর থেকে উধাও ছিল দুজন। ক্রমাগত ডেরা পাল্টে তারা পুলিসকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছিল বলে খবর। পূর্ব মেদিনীপুরে এক বন্ধুর বাড়িতে আশ্রয় নিয়েছিল আক্রম এবং মুস্তাকিন।
এর আগে এই ঘটনায় দুই অভিযুক্ত টারজান লস্কর ও মফিজুল শেখকে গ্রেফতার করে পুলিস। তাদের জেরা করেই আক্রম ও মুস্তাকিনের খোঁজ পান গোয়েন্দারা। ধৃতদের আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে। এখনও ফেরার মফিদুল হত্যাকাণ্ডের আপর দুই অভিযুক্ত শেখ কিনবল এবং শেখ মুজাফফর।