অনিশ্চিত ছাত্রনেতার ভবিষ্যৎ
নিম্নবিত্ত পরিবার। কোনওরকমে টাকা জোগাড় করে ভর্তি হয়েছিলেন কলেজে। এরপর থেকে নিজেই টিউশনি করে পড়ার খরচ জোগাড় করতেন সাগর শর্মা। কিন্তু গত দশ তারিখ থেকেই অনিশ্চিত ভবিষ্যতের সম্মুখীন সাগর শর্মা।
নিম্নবিত্ত পরিবার। কোনওরকমে টাকা জোগাড় করে ভর্তি হয়েছিলেন কলেজে। এরপর থেকে নিজেই টিউশনি করে পড়ার খরচ জোগাড় করতেন সাগর শর্মা। কিন্তু গত দশ তারিখ থেকেই অনিশ্চিত ভবিষ্যতের সম্মুখীন সাগর শর্মা।
শিলিগুড়িতে তৃণমূলের মিছিলে হামলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে সাগরকে। আঠারো তারিখ থেকে শুরু হচ্ছে তাঁর বিএ পরীক্ষা শুরু। জামিনের আবেদন করলেও সরকারি আইনজীবীর বিরোধিতায় জামিন মেলেনি। ফলে পরীক্ষা দেওয়া অনিশ্চিত সাগরের। যদিও পরীক্ষার ব্যবস্থা করতে জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু পরীক্ষায় আগেই সাগরকে ধরে নিয়ে যাওয়ায় মানসিক ভাবে ভেঙে পড়েছেন সাগরের পরিবার। তাঁদের আর্জি ছেলের সুবিচার করুক আদালত।
অন্যদিকে শিলিগুড়িতে ছাত্রনেতা সন্তোষ সাহানির পায়ে বেড়ি পরানোর ঘটনাকে জরুরি অবস্থার সঙ্গে তুলনা করেছেন সিপিআইএম নেত্রী বৃন্দা কারাট। তাঁর মতে, রাজ্যে পরিকল্পিতভাবে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে।