তৃণমূলের সদস্যের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ
তৃণমূলের এক গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে চার লক্ষ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ তুলল এক ঠিকাদার। অভিযোগ, টাকা না দেওয়ায় তাঁকে মারধর করা হয়েছে। এ
ওয়েব ডেস্ক: তৃণমূলের এক গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে চার লক্ষ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ তুলল এক ঠিকাদার। অভিযোগ, টাকা না দেওয়ায় তাঁকে মারধর করা হয়েছে। এর জেরে উত্তপ্ত ইসলামপুরে আগডিমটি-খুনতি গ্রাম পঞ্চায়েত। ঠিকাদার মামুন রশিদের দাবি, স্থানীয় তৃণমূল নেতা তথা গ্রাম পঞ্চায়েতের সদস্য মফিদুর রহমান তাঁর কাছ থেকে চার লক্ষ টাকা দাবি করেন। কিন্তু টাকা দিতে অস্বীকার করেন তিনি। এরপরই তাঁকে বেঁধে রেখে মারধর করা হয় বলে অভিযোগ মামুন রশিদের। ওই তৃণমূল নেতা তাঁর কাছ থেকে নগদ ১০ হাজার টাকা এবং মোবাইল ফোন কেড়ে নেয় বলেও দাবি মামুনের। তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পাল্টা অভিযোগ আনা হয়েছে তৃণমূলের তরফেও। তাঁদের দাবি, ওই ঠিকাদার আইভিএস প্রকল্পের কাজ করার সময় ঘুষ দাবি করেন। এজন্য প্রকল্পের লোকজনই তাঁকে মারধর করেছে।