সিন্ডিকেটের গাড়ি রাখাকে কেন্দ্র করে বচসা

সল্টলেকের মহিষবাথানে সিন্ডিকেটের গাড়ি রাখাকে কেন্দ্র করে বচসা। আর তারই জেরে দুই তৃণমূল কর্মীকে কোপানোর অভিযোগ উঠল তৃণমূলেরই অন্য এক কর্মীর বিরুদ্ধে।

Updated By: Sep 22, 2016, 03:26 PM IST

ওয়েব ডেস্ক : সল্টলেকের মহিষবাথানে সিন্ডিকেটের গাড়ি রাখাকে কেন্দ্র করে বচসা। আর তারই জেরে দুই তৃণমূল কর্মীকে কোপানোর অভিযোগ উঠল তৃণমূলেরই অন্য এক কর্মীর বিরুদ্ধে।

অভিযোগ, গত রাতে বাড়ি ফেরার পথে সরু রাস্তায় ইঁট বোঝাই লরি সরাতে বলেন এলাকারই দুই তৃণমূল কর্মী দেবু এবং গৌতম। কিছুক্ষণের মধ্যে সেখানে হাজির হন স্থানীয় কাউন্সিলরের অনুগামী বলে পরিচিত তৃণমূল কর্মী রবিন। এরপরই বচসা চরম পর্যায় পৌছয়। অভিযোগ, গৌতম ও দেবুকে মারধর করে কাউন্সিলর ঘনিষ্ঠ রবিনের লোকজন। ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে ইলেকট্রনিক কমপ্লেক্স থানায়।

.