বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে মৃত্যু আলিপুরদুয়ারে

বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে এক বোম্ব ডিসপোসাল স্কোয়াডের এক কর্মীর মৃত্যু হল আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ারের চৌপথীতে এই ঘটনায় আহত হয়েছেন আরও দুই বোম্ব স্কোয়াড কর্মী। বোমাটি আইইডি ছিল বলে অনুমান।

Updated By: Aug 29, 2013, 10:50 AM IST

বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হল বম্ব স্কোয়াড কর্মীর। আহত
হয়েছেন এক পুলিসকর্মী সহ আরও দুজন । পুলিসসূত্রে খবর, বোমাটি আইইডি ছিল।
ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের চৌপথী মোড়ে। পরিত্যক্ত সাইকেলে টিফিন বক্সের
মধ্যে বোমাটি রাখা ছিল। আজ সকালে বোমাটি নিষ্ক্রিয় করতে আসেন বম্ব
স্কোয়াডের কর্মীরা । নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই মৃত্যু হয়
এক বম্ব স্কোয়াড কর্মীর।
গতকাল গভীর রাতে চৌপথীতে একটি সাইকেল পড়ে থাকতে দেখেন টহলরত পুলিসকর্মীরা। সাইকেলের মধ্যে একটি ব্যাগে টিফিন বক্সটি দেখতে পান তাঁরা। দেখেন টিফিন বক্স থেকে দুটি তার বেরিয়ে রয়েছে।
সন্দেহ হতেই তাঁরা  খবর দেন আলিপুরদুয়ার থানায়। বিশাল পুলিস বাহিনী নিয়ে ঘটনাস্থলে আসেন আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিস সুপার। চৌপথী থেকে কিছুটা দূরে একটি মাঠে সাইকেলটি নিয়ে আসা হয়। সেখানেই বালির বস্তা দিয়ে সাইকেলটি ঘিরে রাখা হয়েছে। শিলিগুড়ি থেকে রওনা দিয়েছিল এই বম্ব স্কোয়াড।

.