হোম থেকে নিখোঁজ প্রতিবন্ধী কিশোরের দেহ উদ্ধার রেল লাইনের ধারে
হোম থেকে নিখোঁজ প্রতিবন্ধী আবাসিকের দেহ মিল রেল লাইনের ধারে। বাঁকুড়ার প্রতীক হোমের ওই আবাসিক কিশোর শনিবার থেকে নিখোঁজ ছিল। গতকাল বালিয়াড়া ফটকের কাছে ওই কিশোরের দেহউদ্ধার হয়।
হোম থেকে নিখোঁজ প্রতিবন্ধী আবাসিকের দেহ মিল রেল লাইনের ধারে। বাঁকুড়ার প্রতীক হোমের ওই আবাসিক কিশোর শনিবার থেকে নিখোঁজ ছিল। গতকাল বালিয়াড়া ফটকের কাছে ওই কিশোরের দেহউদ্ধার হয়।
পশ্চিম মেদিনীপুর চাইল্ড লাইন হোমে থাকত মানসিক প্রতিবন্ধী সন্দীপ। সমাজকল্যাণ দফতরের হস্তক্ষেপে বাঁকুড়ার প্রতীক হোমে ঠাঁই হয় তাঁর । ৮ফেব্রুয়ারি অন্যান্য আবাসিকদের সঙ্গে হোমের মাঠে খেলার সময় হঠাত্ই নিখোঁজ হয়ে যায় সন্দীপ। অনেক খোঁজাখুঁজির পর সন্দীপকে না পেয়ে ওন্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করে হোম কর্তৃপক্ষ। রবিবার সকালে বালিয়াড়া ফটকের কাছে রেললাইনের ধার থেকে সন্দীপের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। হোম কর্তৃপক্ষ কিন্তু বলছে অন্য কথা।
সন্দীপের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।