পুলিসকে বোমা মেরে রুখুন, বললেন তৃণমূল নেতা অনুব্রত

মুখ্যমন্ত্রী হুমকি দিচ্ছিলেন বিরোধী শিবিরে। তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল হুমকি দিলেন তাঁর দলের বিক্ষুদ্ধ গোষ্ঠীকে। মুকুল রায়ের অনুগামী অনুব্রত আবার শুধু হুমকিতেই শেষ করেননি। বললেন, পুলিসকে বোমা মারুন।

Updated By: Jul 18, 2013, 09:22 AM IST

মুখ্যমন্ত্রী হুমকি দিচ্ছিলেন বিরোধী শিবিরে। তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল হুমকি দিলেন তাঁর দলের বিক্ষুদ্ধ গোষ্ঠীকে। মুকুল রায়ের অনুগামী অনুব্রত আবার শুধু হুমকিতেই শেষ করেননি। বললেন, পুলিসকে বোমা মারুন।
পাড়ুই থানার কসবায় নির্বাচনী সভায় অনুব্রত মণ্ডল বলেন, নির্দল প্রার্থীদের প্রচারে  সাহায্য করলে পুলিসকে বোমা মারুন। কোনও নির্দল প্রার্থী হুমকি দিলে তাঁর বাড়ি ভেঙে দেওয়ারও ডাক দিলেন। এমনকি সেই নির্দল প্রার্থীর উপর চড়াও হতেও বলেন অনুব্রত৷ বীরভূমে শতাব্দী রায় অনুগামীদের ঠেকাতে এমনই হুমকি শোনা গিয়েছিল অনুব্রত মণ্ডলের গলায়। কাজও হয়েছিল তাতে। সেকারণেই কী তাঁর অনুগামীকে দিয়ে আরও সুর চড়ালেন মুকুল রায়?
প্রকাশ্য সভায় অনুব্রতর ওই মন্তব্যকে দলের তরফে বীরভূম জেলার পর্যবেক্ষক তথা কৃষিমন্ত্রী মলয় ঘটক `আইনসম্মত, গণতন্ত্রসম্মত` নয় বললেও তৃণমূল কিন্তু ক্লিনচিটই দিয়েছে।

.