বুদ্ধিজীবীদের পরিদর্শনের সময়ই ফের বিস্ফোরণ পিংলার ব্রাক্ষ্মণবাড় গ্রামে
ফের বিস্ফোরণ পিংলার ব্রাক্ষ্মণবাড় গ্রামে। আজ সকালে কলকাতা থেকে বিস্ফোরণস্থল পরিদর্শনে গিয়েছিল দশ সদস্যের বুদ্ধিজীবীদের একটি দল। দলে ছিলেন ভারতী মুত্সুদ্দি, চন্দন সেন, কিন্নর রায়, রতন খাসনবিশ।
![বুদ্ধিজীবীদের পরিদর্শনের সময়ই ফের বিস্ফোরণ পিংলার ব্রাক্ষ্মণবাড় গ্রামে বুদ্ধিজীবীদের পরিদর্শনের সময়ই ফের বিস্ফোরণ পিংলার ব্রাক্ষ্মণবাড় গ্রামে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/05/14/37904-bls.jpg)
ওয়েব ডেস্ক: ফের বিস্ফোরণ পিংলার ব্রাক্ষ্মণবাড় গ্রামে। আজ সকালে কলকাতা থেকে বিস্ফোরণস্থল পরিদর্শনে গিয়েছিল দশ সদস্যের বুদ্ধিজীবীদের একটি দল। দলে ছিলেন ভারতী মুত্সুদ্দি, চন্দন সেন, কিন্নর রায়, রতন খাসনবিশ।
ঘটনাস্থল ঘুরে দেখার সময় আচমকাই ফের বিস্ফোরণ ঘটে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা চত্বর। বিস্ফোরণের শব্দে চরম আতঙ্ক ছড়ায় এলাকায়। কড়া পুলিসি নিরাপত্তায় থাকা বিস্ফোরণস্থলে ফের কীকরে বিস্ফোরণ ঘটল তানিয়ে প্রশ্ন তুলছেন বুদ্ধিজীবীরা।
ঘটনার পরেই আমাদের সঙ্গে কথা হয়েছিল বিশিষ্টজনদের প্রতিনিধাদলে থাকা ভারতী মুত্সুদ্দির সঙ্গে। তিনি জানিয়েছেন এখনও আতঙ্কে গ্রামবাসীরা। মজুত রয়েছে প্রচুর বিস্ফোরকও।