বিজেপির নজরে বাংলা, এপ্রিলে রাজ্যে আসছে ২০ জন কেন্দ্রীয় নেতা

বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের নজর এখন বাংলায়। পঞ্চায়েত ও লোকসভা ভোটের দিকে তাকিয়ে এখন থেকেই ঘর গুছনোর কাজে নেমে পড়তে চাইছেন তাঁরা। এপ্রিলে বিজেপির কুড়ি জন কেন্দ্রীয় নেতানেত্রী রাজ্যে আসছেন। তালিকায় রয়েছেন রাজনাথ সিং, সুষমা স্বরাজ, স্মৃতি ইরানি, পুনম মহাজনের মতো হেভিওয়েটরা।

Updated By: Mar 31, 2017, 11:28 PM IST
বিজেপির নজরে বাংলা, এপ্রিলে রাজ্যে আসছে ২০ জন কেন্দ্রীয় নেতা

ওয়েব ডেস্ক: বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের নজর এখন বাংলায়। পঞ্চায়েত ও লোকসভা ভোটের দিকে তাকিয়ে এখন থেকেই ঘর গুছনোর কাজে নেমে পড়তে চাইছেন তাঁরা। এপ্রিলে বিজেপির কুড়ি জন কেন্দ্রীয় নেতানেত্রী রাজ্যে আসছেন। তালিকায় রয়েছেন রাজনাথ সিং, সুষমা স্বরাজ, স্মৃতি ইরানি, পুনম মহাজনের মতো হেভিওয়েটরা।

বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রেই তাঁরা দলীয় সভা ও প্রকাশ্য সমাবেশে যোগ দেবেন। সারদা ও নারদায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বারোই এপ্রিল কলকাতায় মিছিল করবে বিজেপি। এপ্রিলের শেষে অথবা মে মাসের গোড়ায় তিন দিনের সফরে রাজ্যে আসছেন অমিত শাহ। দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করার কথা তাঁর। (আরও পড়ুন- "মিরিকের মত ফালাকাটাকেও মহকুমা ঘোষণা করা হোক", মুখ্যমন্ত্রীর কাছে এখন এটাই দাবি)

.