২০১৬ বিধানসভা ভোটে বিজেপির মূল লক্ষ্য পশ্চিমবঙ্গ

২০১৬ সালের বিধানসভা ভোটকে সামনে রেখে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সর্বাধিক গুরুত্ব দিতে চাইছে পশ্চিমবঙ্গকে। তাই রাজ্যের মাটিতে এগারোজন সভাপতিকে নিয়ে সদস্য সংগ্রহের রূপরেখা নির্ধারণ করে গেলেন দলের কেন্দ্রীয় নেতারা।

Updated By: Oct 31, 2014, 10:42 PM IST
২০১৬ বিধানসভা ভোটে বিজেপির মূল লক্ষ্য পশ্চিমবঙ্গ

ব্যুরো: ২০১৬ সালের বিধানসভা ভোটকে সামনে রেখে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সর্বাধিক গুরুত্ব দিতে চাইছে পশ্চিমবঙ্গকে। তাই রাজ্যের মাটিতে এগারোজন সভাপতিকে নিয়ে সদস্য সংগ্রহের রূপরেখা নির্ধারণ করে গেলেন দলের কেন্দ্রীয় নেতারা।

সাম্প্রতিককালে সাংগঠনিক গুরুত্বর ক্ষেত্রে এধরনের ঘটনা নজিরবিহীন।পয়লা নভেম্বর থেকে দেশ জুড়ে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান।সেই অভিযানে পশ্চিমবঙ্গের দিকে বিশেষ নজর থাকছে কেন্দ্রীয় নেতৃত্বের। শুক্রবারের বৈঠক সেই বার্তাই দিল। কলকাতায় বসে সদস্য সংখ্যা বাড়ানোর ব্লু প্রিন্ট তৈরি করলেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। বৈঠকে ছিলেন উত্তর পূর্বাঞ্চলের এগারোটি রাজ্যের বিজেপি সভাপতিরা। মোট এগারোটি রাজ্যের বিজেপি সভাপতিরা বৈঠকে ছিলেন।

লোকসভা ভোটের ফলে উত্‍সাহিত বিজেপি এ রাজ্যে ভাল ফলের আশা করে। ইতিমধ্যেই বিভিন্ন দল থেকেই বিজেপিকে যোগ দিয়েছেন একাংশের মানুষ। কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেন সদদস্য সংগ্রহকে সামনে রেখে আরও মানুষ তাদের দলে যোগ দেবেন। যার প্রভাব পড়বে দুহাজার ষোলর বিধানসভা ভোটে।

 

.