সালিশি সভায় নির্যাতিতার চরিত্র নিয়ে প্রশ্ন, ৫০ হাজার টাকা জরিমানার নিদান

Updated By: Sep 2, 2014, 09:59 AM IST
সালিশি সভায় নির্যাতিতার চরিত্র নিয়ে প্রশ্ন, ৫০ হাজার টাকা জরিমানার নিদান

ফের সালিশি সভায় তালিবানি ফতোয়া। নির্যাতিতাকেই জরিমানা করল বিচারসভা। ঘটনাটি বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের।

অভিযোগ, শনিবার এক আদিবাসী মহিলার শ্লীলতাহানির চেষ্টা করে স্থানীয় দুই যুবক। গ্রামের মোড়লের কাছে অভিযোগ জানান নির্যাতিতা। মোড়লের নির্দেশে রবিবার বসে সালিশি সভা। সেখানে নির্যাতিতার চরিত্র নিয়ে প্রশ্ন তুলে, তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানার নিদান দেয় সালিশি সভা। টাকা দিতে না পারলে নির্যাতিতাকে গ্রাম ছাড়ার নির্দেশ দেওয়া হয়। সোমবার এক আত্মীয়ের সঙ্গে গিয়ে দুবরাজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। রাতে মেডিক্যাল টেস্টের জন্য মহিলাকে সিউড়ি হাসপাতালে পাঠায় পুলিস। তবে দুই অভিযুক্ত এখনও অধরা।

.