মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিমানের

গোর্খাল্যান্ডের দাবিতে ফের অশান্ত পাহাড়। এই পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রীকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।  মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বিমান বসু বলেন, "মুখ্যমন্ত্রী পাহাড় হাসছে দাবি করলেও পাহাড়বাসীর মধ্যে সত্যিই কতটা হাসি ফিরেছে তা নিয়ে প্রশ্ন আছে।"

Updated By: Feb 4, 2013, 05:19 PM IST

গোর্খাল্যান্ডের দাবিতে ফের অশান্ত পাহাড়। এই পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রীকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।  মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বিমান বসু বলেন, "মুখ্যমন্ত্রী পাহাড় হাসছে দাবি করলেও পাহাড়বাসীর মধ্যে সত্যিই কতটা হাসি ফিরেছে তা নিয়ে প্রশ্ন আছে।"
বাম আমলে তৈরি করা ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাকে ভেঙে ফেলতে চাইছেন মুখ্যমন্ত্রী। সোমবার কোচবিহারে জেলা বামফ্রন্টের বৈঠকের পর এ কথা বলেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তাঁর দাবি, জেলা শাসককে বাদ দিয়ে সরাসরি বিডিওদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে পঞ্চায়েত পরিচালনা করলে প্রশাসনিক জটিলতা আরও বাড়বে। 

.