পুলিসকর্মীকে মারধরের অভিযোগ, আটক বেসুর ৪ ছাত্র
পুলিসকর্মীকে আক্রমণের অভিযোগে হাওড়ার শিবপুরের বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি (বেসু)-র ৪ ছাত্রকে আটক করল পুলিস। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার পর ঘটনাটি ঘটে শিবপুর লঞ্চঘাটে।
পুলিসকর্মীকে আক্রমণের অভিযোগে হাওড়ার শিবপুরের বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি (বেসু)-র ৪ ছাত্রকে আটক করল পুলিস। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার পর ঘটনাটি ঘটে শিবপুর লঞ্চঘাটে।
অভিযোগ, এদিন রাতে মদ্যপ অবস্থায় বেসুর ৪ ছাত্র এলাকার বাসিন্দাদের উত্যক্ত করেছিল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিস। এরপর কর্তব্যরত পুলিসকর্মীদের উপরেও চড়াও হয় ওই ছাত্ররা। ঘটনায় আহত হন ২ পুলিশকর্মী, সমীর চক্রবর্তী ও সুলতান মল্লিক। এরপরই ৪ জন ছাত্রকে আটক করে শিবপুর থানার পুলিস।
আহত পুলিসকর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের দেখতে রাতেই হাসপাতালে যান বেসুর উপাচার্য অজয় রায়। পুলিসের উপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।