আইন হাত তুলে মালদায় জনতার `উত্তমমধ্যম` সন্দেহভাজক চোরকে

নিজেদের হাতেই আইন তুলে নিলেন ক্ষুব্ধ জনতা। চোর সন্দেহে গণপিটুনিতে জখম যুবক। পুলিসের সামনেই চলল গণপিটুনি। নিষ্ক্রিয় পুলিস। আজ এই ঘটনা ঘটেছে মালদার ইংরেজবাজার এলাকার কৃষ্ণপল্লীতে। স্থানীয় এক ব্যবসায়ীর বাড়ি থেকে সিমেন্ট ও রড চুরির অভিযোগে পাকড়াও করা হয় যুবককে। ল্যাম্পপোস্টে বেঁধে শুরু হয় বেধড়ক মারধর। কিল, চড়, লাথি, ঘুঁষি কিছুই বাদ যায়নি।

Updated By: Sep 12, 2013, 01:40 PM IST

নিজেদের হাতেই আইন তুলে নিলেন ক্ষুব্ধ জনতা। চোর সন্দেহে গণপিটুনিতে জখম যুবক। পুলিসের সামনেই চলল গণপিটুনি। নিষ্ক্রিয় পুলিস। আজ এই ঘটনা ঘটেছে মালদার ইংরেজবাজার এলাকার কৃষ্ণপল্লীতে। স্থানীয় এক ব্যবসায়ীর বাড়ি থেকে সিমেন্ট ও রড চুরির অভিযোগে পাকড়াও করা হয় যুবককে। ল্যাম্পপোস্টে বেঁধে শুরু হয় বেধড়ক মারধর। কিল, চড়, লাথি, ঘুঁষি কিছুই বাদ যায়নি।
লাঠি দিয়েও বেধড়ক মারা হয় যুবককে। পুলিস ঘটনাস্থলে পৌঁছনোর পরেও মারধর চলতেই থাকে যুবকের ওপর।  জনতার রোষ থেকে যুবককে উদ্ধার করতে বেশ বেগ পেতে হয় পুলিসকে। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে যুবককে।

Tags:
.