বড় দুর্গার পর এবার বড় সরস্বতী!
দেশপ্রিয় পার্কের বড় দুর্গা, কেউ দেখেছে-কেউ পারেনি। তবুও বড় প্রতিমার ক্রেজ এতটুকু কমেনি। বরং আরও বেড়েছে। এবার মা-কে কম্পিটিশন দিতে তৈরি মেয়েও। সরস্বতী পুজোয় জেলায় জেলায় জোর টক্কর, বিদ্যাদেবী কোথায় কত বড়!
ওয়েব ডেস্ক : দেশপ্রিয় পার্কের বড় দুর্গা, কেউ দেখেছে-কেউ পারেনি। তবুও বড় প্রতিমার ক্রেজ এতটুকু কমেনি। বরং আরও বেড়েছে। এবার মা-কে কম্পিটিশন দিতে তৈরি মেয়েও। সরস্বতী পুজোয় জেলায় জেলায় জোর টক্কর, বিদ্যাদেবী কোথায় কত বড়!
গতবছর দেশপ্রিয় পার্কে বড় দুর্গা দেখার হিড়িক এমন পর্যায়ে চলে যায় যে, শেষপর্যন্ত পঞ্চমীতেই ঝাঁপ ফেলতে হয় পুজোর। তবে সুপার ডুপার হিট এই থিম। তাই এবার সরস্বতী পুজোতেও তারই ঝলক।
হুগলীর জাঙ্গিপাড়ায় চলছে বড় কর্মকাণ্ড। রাজবলহাট চন্দ্র উদয় সংঘের পুজোয় এবার সরস্বতী, কম সে কম ৪০ ফুটের।
পিছিয়ে নেই বাঁকুড়াও। তালডাংরা ইউনাইটেড ক্লাব নেমে পড়েছে বড়সড় কর্মযজ্ঞে। সরস্বতীর প্রতিমার উচ্চচা এখানে ২৫ ফুট। প্রতিমার উচ্চতার সঙ্গে তাল মেলাতে, সরস্বতীর হাতের সংখ্যা ২ থেকে বেড়ে হয়েছে ৪।
জনজোয়ারের জেরে কলকাতার পুজো বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল প্রশাসন। এবার সরস্বতীর ক্ষেত্রে যাতে সেই সমস্যা না হয়, তা নিয়ে সতর্ক পুলিস-প্রশাসন থেকে পুজো উদ্যোক্তা সবাই।